
দা টাইমস অফ কলকাতা ডেস্ক – চুরি হয়ে গেলো খোদ রোনাল্ডোর বাড়িতেই।শুনতে অবাক লাগলেও ‘দ্য মিরর’ নামের এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছেন।তাতে বলা হয়েছে স্পেনের বিরুদ্ধে ম্যাচের দিনই চুরি হয়েছে রোনাল্ডোর বাড়ি থেকে।
সুযোগ পেলেই রোনাল্ডো তার মাদেইরার বিলাসবহুল বাড়িতে গিয়ে ছুটি কাটান।গোটা লকডাউন পর্বেও তিনি সেখানেই ছিলেন।তার বান্ধবী জর্জিনা ও সন্তানরাও ছিলেন তার সাথেই।কিন্তু কিভাবে ঘটে গেলো এই চুরির ঘটনা?
লিসবনে সেদিনই আন্তর্জাতিক ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলছিলেন রোনাল্ডো।অল্পের জন্য গোল না পেলেও দুর্দান্ত খেলেন তিনি এই ম্যাছে।সেই দিনই ঘটে চুরির ঘটনা।যদিও রোনাল্ডোর একটি জুভেন্তাসের সই করা জার্সি ছাড়া তেমন কিছু খোয়া যায়নি।শোনা যাচ্ছে তারই এক কর্মীর ভুলে এই কাণ্ড ঘতেছে।তিনি ভুল করে গ্যারেজ গেট খুলে রেখেছিলেন।আর চোর সেখান দিয়েই ঢোকে।যদিও চোর কে চিহ্নিত করা গেলেও ধরা পরেনি এখনও।