চিন্তা নেই হয়ে যাবে। আমি চাই ইস্টবেঙ্গল (East Bengal) আইএসএল (ISL) খেলুক। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ প্রকল্পের সূচনা অনুষ্ঠানে সমর্থকদের মুখে এভাবেই হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)
প্রতি বছর ১৬ আগস্ট বাংলায় পালিত হবে ‘খেলা হবে’ দিবস। সে কথা আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। সোমবার সেই প্রকল্পেরই শুভ উদ্বোধন হল। এ দিন মুখ্যমন্ত্রী বলেন,’মোহনবাগান আইএসএলে খেলছে। চুক্তি ঠিক আছে নো প্রবলেম। ইস্টবেঙ্গলের কি মনটা একটু খারাপ? কারা আছে ইস্টবেঙ্গলের? চিন্তা নেই হয়ে যাবে। চুক্তি নিয়ে একটু ঝগড়াঝাটি হচ্ছে। একটু মনোমালিন্য হচ্ছে। আমি চাই ইস্টবেঙ্গলও আইএসএলে খেলুক। মোহনবাগানও খেলুক।’
গত মরশুমেও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই শ্রী সিমেন্টের সঙ্গে চুক্তি করে শেষ মুহূর্তে আইএসএল-এ খেলেছিল ইস্টবেঙ্গল। সে কথাও ফের মনে করিয়ে দেন মমতা। তিনি বলেন, ‘‘ইস্টবেঙ্গল বাংলার ক্লাব। ইনভেস্টর পাচ্ছিল না। ওদিকে মোহনবাগান আইএসএল-এ চলে গিয়েছিল। সেই কারণে আমি ব্যাপারটায় ঢুকেছিলাম। এবারেও হয়ে যাবে।’’