দা টাইমস অফ কলকাতা ডেস্ক – দুঃখের খবর ভারতীয় ক্রিরা জগতের কাছে।হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হতে হল ৮৩ র বিশ্বজয়ী অধিনায়ককে।হাসপাতাল সূত্রে জানা গেছে প্রাক্তন ভারতীয় অধিনায়কের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তিনি এখন পুরোপুরি বিপন্মুক্ত আছেন।
আরও পড়ুন – পুজোর মরশুমে ভক্তদের জন্য খুলে যাচ্ছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ,জেনে নিন সময়
এক ক্রীড়া সাংবাদিক প্রথম কপিল দেবের অসুস্থতার কথা জানিয়ে টুইট করে।সেটা দেখেই সবাই জানতে পারে।আর এখন এই নিয়েই উদ্বিগ্ন গোটা দেশ।ক্রীড়াবিদ থেকে সাধারণ মানুষ সবাই প্রাক্তন ভারত অধিনায়কের সুস্থতা কামনা করছেন।
কপিল দেব দেশের জার্সিতে শুধু ক্রিকেট ই খেলেননি।তিনি গলফেও ছিলেন সমান ভাবে দক্ষ।দেশের জার্সিতে নেমেছেন গলফের মাঠেও।
আরও পড়ুন – মা দুর্গার প্রিয় অষ্টমীর দিন করুন এই কাজ, ফিরবে সৌভাগ্য!!
১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেন কপিল দেব।তার পর ধীরে ধীরে তিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে নিজের জায়গা পাকা করে নিয়েছেন।তার নেতৃত্বেই ভারত প্রথমবার বিশ্বকাপ যেতে।সেই টুর্ণামেন্টেও তিনি ছিলেন দারুন ফর্মে।বিশ্বকাপ ফাইনালে সেই সময়ের ভয়ঙ্কর টিম ওয়েস্ট ইন্ডিজ কে হারিয়ে সারা ফেলে দেয় ভারত।১৩১ টি টেস্ট ম্যাচে ৪৩৪ টি উইকেট সহ ৫ হাজার ২৫৮ রান আছে কপিলদেবের ঝুলিতে।এছাড়াও ২২৫ টি একদিনের ম্যাচে ২২৩ টি উইকেট সহ মোট ৩ হাজার ৭৮৩ রান করেন।