সুরা প্রেমীদের মাথায় হাত!পুজোর আগে এক ধাক্কায় বাড়ছে মদের দাম,দেখে নিন কত বাড়ছে?

0
Maharashtra, May 5 (ANI): People buying liquor from wine shop after it was allowed to open in all except containment zones, at Shivaji Park in Mumbai on Tuesday. (ANI Photo)

সুরা প্রেমীদের জন্যে ধাক্কা দেওয়া খবর, চলতি বছর পুজোর আগে বাড়তে চলেছে মদের দাম। ্রাজ্যের অর্থনৈতিক সঙ্কট সামলাতে  আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার মদের এই মূল্যবৃদ্ধি কার্যকর করতে চায়।

 আবগারি দফতর সূত্রে খবর, দেশি মদের ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি হবে।দেশে প্রস্তুত বিদেশি মদের দাম বাড়ছে ৭ থেকে ১০ শতাংশ।রাজ্য সরকার দেশি মদের বদলে রাজ্য এবার দেশে তৈরি বিদেশি মদ উৎপাদনকেই উৎসাহ দিতে চাইছে বলে জানা যাচ্ছে। এর জন্য আবগারি দফতর বিধিও সংশোধন করল।

যেহেতু গতবার পুজোতেও রাজ্যে মদ বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকার লাভ হয়েছিল, তাই এবারেও সেদিকে ঝুকছে রাজ্য…

দেশি মদের নয়া দাম ৬০০ mL-এর হতে চলেছে ১৫৫ টাকা,৩৭৫mL- এর দাম হতে চলেছে ১০৫ টাকা, ৩০০mL এর দাম হবে ৮৫ টাকা ও ১৮০ ml-এর দাম হবে ৫০ টাকা। সর্বাধিক ২০ শতাংশ দাম বাড়তে চলেছে বলে জানা গেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here