রাশিফল মূলত জ্যোতিষ শাস্ত্রের একটি ধরণ। প্রত্যেকটি মানুষেরই একটি নির্দিষ্ট রাশি থাকে। আর এই রাশি ফলের মাধ্যমে বিভিন্ন সময়কালের ভবিষ্যৎ বাণী করা যায়। বৈদিক জ্যোতিষ এ মূলত ১২ টি রাশির ভবিষ্যৎ বাণী করা হয়। চলুন দেখে নেওয়া যাক এই রাশিফলের মাধ্যমে কেমন কাটবে আপনার আজকের দিনটি।
আজকের রাশিফল:
মেষরাশি –
পরিশ্রমে সাফল্য নাও আসতে পারে। অধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি অনুভব করতে পারেন। স্বাস্থ্য বিশেষ ভালো নাও থাকতে পারে। পরিবারে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। সন্তান নিয়ে চিন্তিত থাকতে পারেন।
বৃষরাশি –
গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। দাম্পত্য সমস্যার সমাধান হতে পারে। জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। তবে স্ত্রীর স্বাস্থ উদ্বেগের কারণ হতে পারে।
মিথুনরাশি –
জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। বন্ধুবান্ধবের সাহায্যে কিছু শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে। পরিবারের দায়িত্ব বাড়তে পারে। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। সন্তানের কর্মে গর্বিত হতে পারেন।
কর্কটরাশি –
শিক্ষার্থীরা প্রত্যাশা পূরণ করতে পারবেন। উচ্চবিদ্যার সাথে যুক্ত জাতক জাতিকা সফলতা পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। পরিবারে শ্রী বৃদ্ধি ঘটতে পারে। ব্যাবসায়ে সাফল্য আসতে পারে।
সিংহরাশি –
স্বল্প পুঁজির বাসায়ীরা বিশেষ ভাবে সফল হবেন। কর্মে সাফল্য আসতে পারে, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। গুপ্ত শত্রূ বিভিন্ন ভাবে হেনস্তা করার প্রয়াস চালাতে পারে। আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
কন্যারাশি –
পরিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে। চাকরির সুযোগ মিলতে পারে। ব্যাবসায়ীরা আজ সফলতা পাবেন। মানসিক চাপ কিছুটা বাড়তে পারে। অবিবাহিত জাতক জাতিকার বিবাহের সম্মন্ধ স্থির হতে পারে। বিকেলের পর শুভ পরিবর্তন।
বৃশ্চিকরাশি –
শিক্ষার্থীরা সফলতা পাবেন। উচ্চবিদ্যার সাথে যুক্ত ব্যাক্তিরা তাদের আশা পূরণ করার সুযোগ পেতে পারে। অংশীদারি ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। পারিবারিক কিছু বাড়তি দায়িত্ব নিতে হতে পারে।
ধনুরাশি –
দাম্পত্য সমস্যা সৃষ্টি হতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন। কর্মস্থলে বিভিন্ন সুযোগ আসবে। গুপ্ত শত্রূর পরিমান বাড়তে পারে। সাবধানে চলা ফেরা করুন। স্ত্রীর সূত্রে কিছু প্রাপ্তি যোগ রয়েছে।
মকররাশি –
বিদ্যার্থীদের পক্ষে দিনটি অনুকূল নয়। ব্যাবসায়ে বাধার সম্মুখীন হতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র কিছুটা উন্নতি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। কাজের চাপ কিছুটা লাঘব হবে। বিকেলের পর থেকে শুভ পরিবর্তন দেখা দিতে পারে।
কুম্ভরাশি –
অংশীদারি ব্যাবসার সাথে যুক্ত ব্যাক্তিরা কিছু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বিদ্যার্থীরা অমনোযোগী হয়ে পড়তে পারে। কাজের সূত্রে কর্মক্ষেত্র স্থানান্তরকরণ ঘটতে পারে। বিকেলের দিকে কোনো সুসংবাদ পেতে পারেন।
মীনরাশি –
শিক্ষার্থীরা প্রত্যাশা পূরণ করতে পারবেন। কিছু সমস্যায় পড়তে পারেন। অবাঞ্চিত ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তবে পরিশ্রমে শুভ ফল পাবেন। অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু প্রাপ্তি ঘটতে পারে। তবে খরচ বাড়বে।