ভরা মাঘেও শীতের আরাম নেই। বৃহস্পতিবার সকালেও মুখ ভার আকাশের। শিরশির করে বইছে হিমেল হাওয়া। তবে কী ছন্দে ফিরছে শীত? রবি ও সোমবার তাপমাত্রার আরও পতনের ইঙ্গিত রয়েছে। সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে।
সূত্র বলছে, বাঙালির ভ্যালেন্টান্স ডের দিন অর্থাৎ সরস্বতী পুজোর দিন পশ্চিমী ঝঞ্ঝা তার তাণ্ডব শুরু করতে পারে। অর্থাৎ বৃষ্টি হবেই। ৪ ও ৫ তারিখ গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে (Saraswati Puja weather)
জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২ ফেব্রুয়ারী থেকেই ফের আবহাওয়ার ভোলবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যুক্ত হবে তামিলনাড়ুর উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত। এই তিনের প্রভাবে ৩ ফেব্রুয়ারি থেকে আকাশ ফের মেঘলা হবে। ৪ ও ৫ ফেব্রুয়ারি আবার বৃষ্টির ভ্রুকুটি রয়েছে রাজ্যে।
এর কয়েকদিন আগে আকাশে মেঘের ঘনঘটার এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি হয় রাজ্যজুড়েই। ফলে শীতের পথে বাধা এসেছিল। সর্বনিম্ন তাপমাত্রা রাজ্যের প্রায় সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝা কাটায় রাজ্য উত্তুরে হাওয়ার পথ উন্মুক্ত হয়ে শীত ফিরতে পারে বলেই পূর্বাভাস দিয়েছেন হাওয়াবিদরা। কিন্তু এর মেয়াদ খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তরের অধিকর্তা।
আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা। রাজ্যের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।আবহাওয়ার (Weather Forecast Bengal)পূর্বাভাস বলছে, পয়লা ফেব্রুয়ারি থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং কালিম্পং-সহ উত্তরবঙ্গের (North Bengal Weather) বিস্তীর্ণ এলাকায় রয়েছে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।